Message from Principal
উল্লেখযোগ্য। যুগের গড্ডালিকায় গা-ভাসিয়ে শুধুমাত্র
একটি সার্টিফিকেট অর্জন নয়, যথার্থ সাহচার্য ও জ্ঞান চর্চার মাধ্যমে তরুণ
শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ও বহুমুখী সম্ভাবনার দ্বার উদঘাটনের একটি নির্ভরযোগ্য মাধ্যম গড়ে তোলার লক্ষ্যে সর্বোপরি আধুনিক বিশ্বায়নে শিক্ষায় একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যথার্থ দক্ষ, যোগ্য ও সাহসী নাগরিক হিসেবে গড়ে তোলার এক দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে নাটোর শহরের কতিপয় বিদ্যোৎসাহী ব্যক্তিগত উদ্যেগ ও সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন পেশাজীবি-বুদ্ধিজীবি, দলমত ও জাতি-ধর্ম নির্বিশেষে নাটোর পৌর এলাকার সর্বস্তরের জনগণের ঐকান্তিক প্রচেষ্টার সার্থকফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নাটোর সিটি কলেজ।কলেজটি সম্পূর্ণরূপে রাজনীতি ও ধুমপান মুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
নাটোর বাসির দীর্ঘ দিনের আকাঙ্খার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণরুপে শহরের কোলাহল মুক্ত ও নিরিবিলি এক মনোরম পরিবেশে দক্ষ পরিচালক মন্ডলীর পরিচালনায় ১০ জুলাই ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষায় উচ্চমান ব্যতিক্রমধর্মী এ আদর্শ বিদ্যাপিঠ, যা শিক্ষার্থীদের নিবিষ্ট চিত্তে জ্ঞানার্জনে সহায়ক হবে। আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, নিয়মানুবর্তী, আত্ননির্ভরশীল এবং উচ্চ ব্যক্তিত্ব নৈতিকতা সম্পন্ন সু-শৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
নাটোর পৌর এলাকার একমাত্র বেসরকারী সাধারণ কলেজ হিসেবে জন্মলাভকৃত এ বিদ্যানিকেতনটি উচ্চ মাধ্যমিক স্তরের এবং স্নাতক (পাস) পর্যায়ে শিক্ষার্থীদের যথার্থ শিক্ষাদানে এবং দেশ ও জাতি গঠনে অপরিসীম অবদান রাখতে নিবেদিত থাকবে এবং শিক্ষার্থী ও শিক্ষানুরাগী মানুষের মন জয় করতে সক্ষম হবে মর্মে সংশ্লিষ্ট সবােই আশাবাদী। উল্লেখ্য যে কোন উপায়ে সরকারী অনুদান সংগ্রহ করা অত্র কলেজের লক্ষ্য নয়, দেশ ও জাতির মেরুদন্ড (শিক্ষা) সুদৃঢ়করণ ও সুনাম অর্জনেই এই প্রতিষ্ঠানের প্রচেষ্টা নিবেদিত। তাই প্রতিশ্রুতিশীল মেধাবী ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হোক নাটোর সিটি কলেজের ক্যাম্পাস।